Imran

[Imran][bsummary]

Hridoy Khan

[Hridoy Khan][bigposts]

business

[Random][twocolumns]

Ador (আদর)

শিরোনামঃ আদর
কথাঃ তাহসান
কন্ঠঃ তাহসান
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ উদ্দেশ্য নেই
তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছে
আছো ভুলে সেই আদর তুমি ধুলো জমা স্মৃতীর কাব্যে
তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে
আছো ভুলে সেই আদর তুমি, আমি নেই পাশে
কিছু খামখেয়ালী প্রেম কিছু রূপকথার ভাষা আজও আমার স্মৃতিতে
কিছু মিথ্যে সংগ্রাম নিয়ে অবোধ শরীরে
বেঁচে আছি সেই আদরে
কিছু হাসি ঠাট্টার বেলা, কিছু সারারাত কথা বলা আজও আমার স্মৃতীতে
কিছু দেয়ালে দেয়ালে প্রেম, কোটি লোমকুপের গহীনে
বেঁচে আছি সেই আদরে
বিষন্নতার আড়ালে আছে, জমে থাকা প্রেম।
গুটি গুটি পায়ে প্রেম শেখা
তোমার ঐ স্পর্শ ছিলো আদর মাখা
একা প্রহরে এযে নতুন সুর ধরে, বেঁচে আছি আমায় নিয়ে
আজ ভাববোনা তোমায়, আর গড়বোনা স্বপ্ন, থাকব বেঁচে সেই আদরে।

No comments:

Post a Comment