Imran

[Imran][bsummary]

Hridoy Khan

[Hridoy Khan][bigposts]

business

[Random][twocolumns]

বলনা তুই বলনা হৃদয় খান

বলনা তুই বলনা 

হৃদয় খান


মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।


এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।


অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।



No comments:

Post a Comment